EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM
কিছু কথা।
"পড় তোমার আল্লাহর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন" (সূরা- আলাক) মহা পরাক্রমশালী আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে প্রথমেই জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছেন এবং মহানবি হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করেছেন। মহানবি (সা.) আল্লাহ প্রদত্ত নির্দেশে মানবজাতির মাঝে যে পদ্ধতিতে শিক্ষা ছড়িয়ে দিয়েছেন, সে পদ্ধতিতেই জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর কর্তব্য।
এই মহা মূল্যবান জ্ঞান নবিজির সুন্নাত তরিকায় সাহাবায়ে কেরামের উত্তরাধিকারীদের কোমলমতি অন্তরগুলোকে ইসলামের আলোয় উদ্ভাসিত করে নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করার মাধ্যমে ইসলামের জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দেওয়া আমাদের ইমানী দায়িত্ব। আল্লাহর অগনিত নিয়ামত সমূহের মধ্যে নেক সন্তান হল পিতা-মাতার জন্য অনেক বড় এক নিয়ামত, পিতা-মাতা কখনোই ভালো থাকতে পারেন না, যদি তার সন্তান ভালো না হয়। সন্তানই হল পিতা-মাতার ভবিষ্যৎ।
তাই আপনি আপনার প্রিয় সন্তানকে আগামীর জন্য প্রস্তুত করতে হয়তো ভাবছেন জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা তথা ইলমে ওহীর শিক্ষায় শিক্ষিত করবেন। কিন্তু আপনি শঙ্কিত যে আপনার সন্তান যে পরিবেশে বেড়ে উঠেছে প্রতিষ্ঠানে সে রকম ভালো, উন্নত ও রুচিশীল পরিবেশ খুঁজে না পেলে আপনার সন্তানের জন্য দ্বীনি এলেম শিক্ষা করা হয়ত দুরূহ হয়ে পড়বে।
আপনার এ শঙ্কাকে উপলব্ধি করতে পেরে ইকরা মাদরাসা আপনার সন্তানের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত পরিবেশ, যুগোপযোগী শিক্ষা কারিকুলাম অনুসরণ পূর্বক ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রমী দ্বীনি শিক্ষার আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন উক্ত প্রতিষ্ঠানকে মুসলিম উম্মাহর বৃহৎ স্বার্থে কবুল