logo IQRA MADRASAH ইকরা মাদরাসা
Menu

ভর্তি সম্পর্কিত তথ্য জানতে কল করুনঃ 02-223329669 /01911-25 97 47

27 Feb, 2025 1 min read
ভর্তি সম্পর্কিত তথ্য জানতে কল করুনঃ 02-223329669 /01911-25 97 47

ভর্তির সময়কাল

নভেম্বর - ডিসেম্বর ও রমাদান-শাওয়াল

কুরআন শিক্ষা ক্লাস বছরের যে কোন সময়  (সিট ফাকা থাকা সাপেক্ষে) ভর্তি করানো হয়।

ভর্তি প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীর অভিভাবকদের অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে মাদরাসার অফিসে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অথবা অনলাইনে ভর্তির জন্য আবেদন করা যাবে। ভর্তি ফরমের সাথে যা যা সংযুক্ত করতে হবে তা নিচে প্রদত্ত হলো:

■ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন/নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও ২ কপি রঙ্গিন  ছবি।

■মা-বাবার এন.আই.ডির ফটোকপি ও বাবার ১ কপি রঙ্গিন  ছবি।

■শিক্ষার্থীকে আনা-নেয়ার ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি থাকলে তার তথ্যাবলী সংযুক্ত করতে হবে।

■ প্রযোজ্য ক্ষেত্রে পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র ও রেজাল্ট কার্ড ভর্তি ফরমের সঙ্গে জমা দিতে হবে।

ভর্তি ফরমে সকল তথ্যাবলী যথাযথভাবে পূরন করতে হবে কোনো তথ্য গোপন করা যাবে না।

বিস্তারিত জানতে যোগাযোগ করুণঃ 02-223329669,  ০১৯১১২৫৯৭৪৭, ০১৬০৯২৬৪৬৯১